বন্ধুরা আজকে আপনাদের দেখাবো, রবি সিমে কিভাবে টাকা ধার করবেন রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য যে কোড টি ডায়াল করতে হবে। রবি সিমে টাকা ধার করার জন্য যেই যেই পন্থা অবলম্বন করতে হবে তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার যদি রবি সিম থেকে থাকে তাহলে আপনার জেনে রাখা প্রয়োজন তাই আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড
ফোনে কথা বলতে বলতে অনেক সময় আমাদের ফোনে থাকা ব্যালেন্স শেষ হয়ে যায় অথবা, অনেক সময় রিচার্জ করার জন্য আমাদের কাছে কোন টাকা থাকে না বা আশেপাশে কোন রিচার্জ করার মত দোকান থাকে না। তখন আমাদের ইমারজেন্সি ব্যালেন্স আনার খুবই প্রয়োজন হয় কিন্তু সেটা যদি আমরা না জেনে থাকি তাহলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা শেষ করতে পারি না। তাই আমাদের ইমারজেন্সি ব্যালেন্স আনার কোড টি জেনে রাখা খুবই জরুরী।
রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য *8811*1# এই কোডটি ডায়াল করতে হবে। ডায়াল করার কয়েক সেকেন্ড পরেই একটি নোটিফিকেশন মেসেজ এর মাধ্যমে আপনাকে ইমারজেন্সি ব্যালেন্স দেওয়া হয়েছে সেটা জানিয়ে দেয়া হবে।
robi emergency balance code
রবি সিম কোম্পানি রবি গ্রাহকদের জন্য সর্বনিম্ন ১২ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সুবিধা করে দিয়েছে। ব্যালান্স নেয়ার জন্য যে কোডটির ডায়াল করতে হবে সেই কোড ডায়ালের মাধ্যমে আপনি ১২ টাকা থেকে ১০০ টাকার মাঝে নিতে পারবেন। ইমারজেন্সি আনা টাকা আপনার পরবর্তী রিচার্জের সময় কেটে নেয়া হবে।
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড
আপনার যদি রবি সিম থেকে থাকে তাহলে রবি সিমে ব্যালেন্স দেখার জন্য কোড টি জেনে রাখা খুবই প্রয়োজন। উপরে আমরা রবি ইমারজেন্সি ব্যালেন্স আনার কোড তুলে ধরেছি যেই কোডটির মাধ্যমে আপনি রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স আনতে পারবেন।
রবি ইমারজেন্সি ব্যালেন্স কত টাকা আছে সেটা চেক করার জন্য যে কোডটি আপনাকে ডায়াল করতে হবে তা হলো *8444# । এই কোডটি ডালের মাধ্যমে আপনি আপনার ফোনে ইমারজেন্সি ব্যালেন্স কত টাকা আছে সেটা চেক করতে পারবেন।
রবি ইমার্জেন্সি ব্যালেন্স কোড
শর্তাবলী:
- সকল যোগ্য রবি প্রিপেইড গ্রাহক ১০০ টাকা পর্যন্ত ঝটপট ব্যালেন্স সেবা উপভোগ করতে পারবেন।
- *৮# ডায়াল করে আপনি এই সেবার আওতাভুক্ত কিনা যাচাই করতে পারবেন।
- ১২ টাকা কিংবা তার উপরে লোন নেওয়ার ক্ষেত্রে ২ টাকা এসএমএস নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।
- ঝটপট ব্যালেন্স যেকোনো ভয়েস কল অথবা এসএমএস পাঠাতে প্রযোজ্য।
- বান্ডেল প্যাকেজে কেনা মিনিট অথবা অন্যান্য ফ্রি বোনাস ঝটপট ব্যালেন্স-এর আগে ব্যবহৃত হবে।
- ঝটপট ব্যালেন্স যেকোনো সময় ব্যবহার করা যাবে।
- *১# অথবা *২২২# ডায়াল করে আপনার ঝটপট ব্যালেন্স চেক করুন।
- আউটস্ট্যান্ডিং ব্যালেন্স (পরিশোধ না করা ঝটপট ব্যালেন্স) চেক করতে *৮# ডায়াল করুন এবং অ্যাকাউন্ট মেন্যুতে গিয়ে ১ চাপুন।
- প্রোডাক্ট ট্যারিফ এবং পালস প্রযোজ্য।
- ১৫% সম্পূরক শুল্ক (SD চার্জ), সম্পূরক শুল্ক সহ ট্যারিফের উপর ১৫% ভ্যাট ও মূল শুল্কের উপর ১% সারচার্জ প্রযোজ্য।