Banglalink sim is one of Bangladesh’s leading mobile network operators. It allows Banglalink subscribers to borrow a small amount of credit when their principal balance is insufficient to make calls, send texts, or use mobile data. There is no balance in your account? Don’t worry about it. Banglalink is ready to help you out. You can easily get an Emergency balance. you will be able to continue talking until the balance is finished. Banglalink customers will be able to get up to 200 BDT as their emergency balance.
banglalink emergency balance code
বাংলালিংক কোম্পানি দেশের অন্যতম একটি টেলি যোগাযোগ সেবা প্রদান করে থাকে। বাংলালিংক সিম কোম্পানি দেশের সর্বপ্রথম ইমার্জেন্সি টাকা নেওয়ার সিস্টেম চালু করেছে। এরপরে ধারাবাহিকভাবে অন্যান্য অপারেটরে এই সিস্টেম চালু করেছেন। আপনার যদি বাংলালিংক সিমে কখনো ইমারজেন্সি টাকা নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স কোড
বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার *৮৭৪# এই কোডটি ডায়াল করতে হবে। কোড টি ডায়াল করার পর আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে কত টাকা ইমারজেন্সি ব্যালেন্স আসলো সেটা নিশ্চিত করে দেওয়া হবে।
আপনার বাংলালিংক সিমে যদি ৫ টাকা এর উপরে থেকে থাকে তাহলে আপনি ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন না। বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার সিমে ৫ টাকার নিচে টাকা থাকতে হবে, তাহলে আপনি ইমার্জেন্সি টাকা নিতে পারবেন।
banglalink emergency balance loan code
শর্তসাপেক্ষে
- ইমার্জেন্সি মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স যেকোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে।
- বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার পর, ঋণের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের পরবর্তী যেকোনো রিচার্জের সাথে সমন্বয় করা হবে।
- ১০০ টাকা বা তার নিচে যেকোনো প্যাক/অফার ক্রয়ের ক্ষেত্রে প্রথমে বকেয়া লোন পরিশোধ হবে (দিনে একবার মাত্র, প্রথম প্যাক রিচার্জে)। অবশিষ্ট টাকা মূল ব্যালেন্সে যোগ হবে।
- কোনো এসএমএস চার্জ প্রযোজ্য নয়।
- সকল বাংলালিংক প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা এই সেবা উপভোগ করতে পারবেন।
- ১০ টাকা ইমার্জেন্সি মেইন ব্যালেন্স পেতে ডায়াল *৮৭৪*১০# (এসএমএস চার্জ প্রযোজ্য নয়)।
- নতুন সংযোগের ক্ষেত্রে সার্ভিসটি ৩০ দিন পর থেকে নেয়া যাবে।
- বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স আপনার জন্য প্রযোজ্য কিনা জানতে, স্ট্যাটাস চেক করতে বা বিস্তারিত জানতে ডায়াল করুন *১২১*৫# অথবা *১২১*১#
banglalink emergency balance 20 taka code
বাংলালিংক সিম কোম্পানি বাংলালিংক গ্রাহকদের জন্য ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সুবিধা করে দিয়েছে। এর মাঝে আপনি আপনার ইচ্ছেমত ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন। আপনি যদি ২০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চান এর জন্য যে কোডটি আপনাকে ডায়াল করতে হবে *৮৭৪*২০# । এই কোট টি ডায়ালের মাধ্যমে আপনি আপনার বাংলালিংক সিমে ২০ টাকা ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
banglalink emergency balance check code
আমরা অনেকেই জানিনা আমাদের ফোনে কত টাকা ইমারজেন্সি ব্যালেন্স রয়েছে। বা কত টাকা ইমারজেন্সি ব্যালেন্স আসলো সেটাও চেক করতে জানিনা। এমন সমস্যার সম্মুখীন যেন না পড়তে হয় সেজন্য আমরা ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোডটি তুলে ধরেছি। ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য আপনার যে কোডটি ডায়াল করতে হবে *৮৭৪*০#