সত্য নিয়ে ইসলামিক উক্তি

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ বলেছেন – তোমরা অবশ্যই সত্য প্রিয় হবে এবং সত্য কথা বলবে। কারণ সত্য পুণ্যের পথ দেখাবে এবং জান্নাতের দিকে নিয়ে যাবে। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলবে এবং সত্যের সমন্বয়ে থাকবে আল্লাহ তাআলার দরবারে তার উপাধি সিদ্দিকি তথা সত্যবাদী লেখা হয়ে থাকে। তাই সর্বদা আমাদের উচিত সত্য কথা বলা এবং মিথ্যা থেকে দূরে থাকা। ** সততা ব্যতীত পর মানুষ পরিবর্তন হতে পারে না। ** শ্রেষ্ঠ মানুষ হল সে যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। _(ইবনে মাজাহ)

আসসালামু আলাইকুম। আজকের এই আর্টিকেলে সত্য নিয়ে ইসলামিক উক্তি পেয়ে যাবেন। কোরআন ও হাদিস এর বর্ণনা অনুযায়ী সত্য কথা বলা সর্বদাই উত্তম। মানুষের মধ্যে সবচেয়ে ভালো গুণের মধ্যে অন্যতম হলো সত্য কথা বলা। সত্য কথা বলা এবং সত্য পথে চলা মানুষকে সর্বদাই সকলে পছন্দ করে। একজন সত্যবাদী প্রত্যেকটা মানুষের কাছে সমাজের বুকে অনেক ভালো হয়ে ওঠে এবং আল্লাহ তাআলার কাছে সে প্রিয় বান্দা হয়ে যায়। তাই আপনি সবসময় এবং সর্বদাই সত্য কথা বলার চেষ্টা করবেন এবং সত্যের পথে থাকবেন। তো চলুন আজকের  আর্টিকেলটি দেখে নেয়া যাক যেখানে রয়েছে সত্য নিয়ে ইসলামিক উক্তি গুলো।

সত্য নিয়ে ইসলামিক উক্তি

** সবচেয়ে সুন্দর ও ভালো চরিত্রের মানুষ সেই ব্যক্তি যার ভিতরে হিংসা-বিদ্বেষ মুক্ত।
_ আল হাদিস

** তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যাই ঈমানের ক্ষতি করে।
_ আল হাদিস

** সত্যের পথে চলা সবসময় মুমিনদের জন্য সহ্য কর।
_ সূরা লোকমান, আয়াত 69

** সত্য সময়ের সাথে চলে, মিথ্যা সময়ের সাথে নয়।
_ সূরা আল বাকারা, আয়াত 42

** যে ব্যক্তি সত্য কথা বলে সে সবসময় শান্তিতে থাকে।
_ জেরেমিয়াহ

** সত্য পাওয়া দূর্লভ কিন্তু বলতে আনন্দদায়ক।
_ এমিলি ডিকিন্সন

** তোমরা সর্বদাই সত্য গ্রহণ করো, কারণ সত্যের সাথে নেকি রয়েছে আর উভয়টি জান্নাতে প্রবেশ করাবে। আর মিথ্যা থেকে বেঁচে থাকো মিথ্যা পাপাচার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে।
_ আল হাদিস

** হযরত মুহাম্মদ সাঃ বলেছেন – যখন তোমাদের মধ্যে চারটি জিনিস থাকবে তখন দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও তোমাদের কোন ক্ষতি নেই। 1. আমানত রক্ষা করা। 2. সত্য কথা বলা। 3. সৌন্দর চরিত্র। 4. হালাল রুজি।
_ আল হাদিস

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি

** যে আদর্শগুলো আমার সামনে সর্বদা জ্বলজ্বল করে সেগুলো হলো সত্য,সৌন্দর্য ও সরলতা।
_ আইনস্টাইন

** আমরা যা শুনি তা হলো মতামত,বাস্তবতা না;আমরা যা দেখি তা হলো দৃষ্টিভংগি,সত্য না।
_ মার্কাস অউরেলিয়াস

** একটি ভ্রম থেকে বেড়িয়ে আসা কোন সত্য জানার চেয়ে বেশি জ্ঞান দান করে।
_ লুডুইগ

** তোমরা কখনোই কারো কাছে মিথ্যা আশ্রয় নিও না কারণ মিথ্যা বলা কবিরা গুনাহ।
_ আল হাদিস

** যে আদর্শ গুলো আমাদের সামনে সর্বদা জ্বলজ্বল করে সেগুলো হলো সত্য।
_ আইনস্টাইন

** যে ব্যক্তি সত্য কথা বলে সে সবসময় শান্তিতে থাকে।
— জেরেমিয়াহ

** খারাপ উদ্দেশ্যে বলা সত্য সকল মিথ্যাকেও হার মানায়।
— উইলিয়াম ব্লেক

** সত্য বর্তমান, শুধু মিথ্যাকেই আবিষ্কার করতে হয়।
— জর্জ ব্র‍্যাক

সত্য ও মিথ্যা নিয়ে ইসলামিক উক্তিগুলো

** সত্য কখনো ক্ষয় হয় না,কারণ তা সঠিক।
— মাহাত্মা গান্ধী

** কিছু মানুষ সত্য জানতেই চায় না, তারা শুধু চায় নিয়মিত আশ্বাস যে তারা যা বিশ্বাস করে সেটাই সত্য।
— জেন অস্টেন

** জ্ঞান শুধু সত্যের মাঝেই পাওয়া যায়।
— জোহান ওল্ফগ্যাং ভন গোথে

** সত্য সবসময়ই সত্য, বোঝাপরা ও অবিশ্বাসহীন।
— ক্লেমেন্ট স্টোন

** যেটি সত্য না সেটা তোমরা মুখে এনো না তাহলে তোমার সত্য কথাকেও মানুষ অসত্য বলে মনে করবে ।
_ হযরত আলী (রাঃ)

** কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার মন ও মুখের যবান মুসলিম না হয়।
_তারগীব

** তোমরা সকলে কুরআন কে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো বিপথগামী হবেনা।
_ মিশকাত

** সেই ব্যক্তির ধ্বংস নিশ্চিত যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য কথায় কথায় মিথ্যা বলে।
_ আল হাদিস

সত্য কথা নিয়ে ইসলামিক সেরা উক্তি

** অসৎ লোক কখনো কাউকে সৎ মনে করে না সকলকে নিজের মতই ভাবে।
_ হযরত আলী রাঃ

** যে ব্যক্তি নিজের সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না।

_হযরত আলী রাঃ

** শ্রেষ্ঠ মানুষ হল সে যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী।
_ ইবনে মাজাহ

** সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।
– হযরত আলী (রাঃ)

** সর্বশ্রেষ্ঠ সত্য হলো সততা আর সবচেয়ে বড় মিথ্যাবাদী হল অসৎ লোক।
_ আবু বক্কর রাঃ

** সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেস্তের পথ দেখায়।
_ আল হাদিস

** সত্য কখনো ক্ষয় হয় না,কারণ তা সঠিক।
_ মাহাত্মা গান্ধী

** আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
_ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি

** সত্য বর্তমান, শুধু মিথ্যাকেই আবিষ্কার করতে হয়।
— জর্জ ব্র‍্যাক

** খাটি সত্য দূর্লভ এবং তা কখনোই সাধারণ হয় না।
— অস্কার ওয়াইল্ড

** সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ
_ হযরত আলী (রাঃ)

** বড়দের সম্মান করো ছোটরা তোমাকে সম্মান করবে।
_ হযরত আলী রাঃ

** মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমান কথা বলো।
_ হযরত আলী রাঃ

** তোমরা সকলে মিথ্যা থেকে এড়িয়ে থাকো, নিশ্চয়ই মিথ্যা ঈমানের ধংস করে।
_ আল হাদিস

** সততা স্বকর্মের পথ দেখায় এবং জান্নাতের পথ দেখায়।
_ আল হাদিস

** একটি ভ্রম থেকে বেড়িয়ে আসা কোন সত্য জানার চেয়ে বেশি জ্ঞান দান করে।
— লুডুইগ

সত্য কথা নিয়ে ইসলামিক ক্যাপশন

** সততা ব্যতীত পর মানুষ পরিবর্তন হতে পারে না।

** সততা আপনাকে শান্তির পথ দেখাবে।

** সত্যবাদী ব্যক্তি সর্বদাই আল্লাহ তায়ালার কাছে প্রিয় বান্দা হয়ে থাকে।

** আপনি সর্বদাই সত্য কথা বলুন কেননা সত্য আপনাকে আলোর পথে নিয়ে যাবে মিথ্যা নিয়ে যাবে অন্ধকারে।

** মানুষকে সম্মানিত করে আর মিথ্যা মানুষকে অপমানিত করে।

** মিথ্যা কথা বলে জিতে যাওয়ার চেয়ে সত্য বলে হেরে যাওয়া অধিক উত্তম।

** আল্লাহ তায়ালা প্রত্যেক ব্যক্তিকে সর্বদা সত্য কথা বলতে বলেছেন কেননা সত্য কথা বলা আল্লাহ তায়ালার একটি ইবাদত।

** একটি সত্য কথা বলার মাধ্যমে একজন মানুষকে পরিবর্তন করা যায়।

** সত্য কথা বলার মাঝে মানুষ এর পরিবর্তন করা যায় ।

** আপনি হারিয়ে গেলেও আপনার বলা সত্য কথা কখনোই হারিয়ে যাবে না।

** তোমরা ঈমান না এনে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না।

** মিথ্যা তো তারাই বলে যারা আল্লাহ তায়ালার উপর কোন ভয়-ভীতি রাখে না এবং আল্লাহ তায়ালা আদেশ সমূহের উপর ঈমান রাখে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top