প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা কবিতা

আজকের এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। আমরা সকলেই প্রিয় মানুষকে জন্মদিনে উইশ করে থাকি। কিন্তু সকলের উইশ অর্থাৎ, শুভেচ্ছা স্ট্যাটাস এর সাথে যদি আপনার দেওয়া স্ট্যাটাসে মিলে যায় তাহলে সেটা স্পেশালি হয় না।
আপনি যাতে আপনার প্রিয় মানুষটাকে স্পেশাল কিছু শুভেচ্ছা কবিতা তুলে ধরে উইশ করতে পারেন। এবং আপনার প্রিয় মানুষের কাছে আপনি যাতে আরো স্পেশাল একজন হতে পারেন তার জন্য আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক_
প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস কবিতা

প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা

বছর ঘুরে ফিরে এলো
আজকের এই দিন
তাইতো তোমাকে জানাই
শুভ জন্মদিন।।
_শুভ জন্মদিন প্রিয় _

তোমার স্বপ্নগুলো সত্যি হোক
পূরণ হোক যত আশা..!
আজকের এই বিশেষ দিনে
তোমায় জানাই
শুভেচ্ছা ও ভালোবাসা।।

আজ তোমার জন্মদিন
এলো খুশির শুভ দিন।
সর্বদা থাকে যেন তোমার মন
আজকের মতোই রঙিন ।।

তুমি তোমার জীবনে একটি
নতুন বছর শুরু করতে চলেছ
তোমার অতীত ব্যর্থতা ভুল গুলো
সব পেছনে ফেলে
নতুন ভাবে সাফল্যের
আনন্দের জীবন শুরু করো।।

প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা কবিতা

কবিতা
কথা দিলাম সারা জীবন
তোমার পাশে থাকব ..!
কথা দিলাম সারা জীবন
তোমায় মনে রাখবো ..!
কথা দাও সারা জীবন
তুমি পাশে থাকবে ..?
কথা দাও সারা জীবন
তুমি আমাকে মনে রাখবে ..?
_হ্যাপি বার্থডে ডিয়ার_

কবিতা
খুশির গান গাইবো একসাথে
ছেড়ে দিওনা হাতটা।
হাত রেখো আমার হাতে
সারা জীবন তোমার পাশে
এভাবেই থাকবো।
একসাথে সারা জীবন
আমরা ভালোবাসবো।।
_ শুভ জন্মদিন প্রিয় _

 কবিতা
রূপকথার রানী তুমি

দুই নয়নের আলো_!
সারা জীবন এমন করে
বেশে বেসে যাব ভালো।
তুমি আমার জীবন মরণ
আমার চলার সাথী_!
তোমায় ছাড়া একলা আমি
কি করে থাকি ?
_ শুভ জন্মদিন প্রিয়_

কবিতা
ফুলে ফুলে ভরে যাক
তোমার ভুবন ..!
রংধনুর মত সাত রঙে
রাঙ্গুক তোমার জীবন।।
দুঃখ কষ্টগুলো হারিয়ে
দূরে যাক অজানা দেশে..!
তোমার জীবন যেন
সুখে সাগরে ভাসে।।
এই কামনা করি
উপরওয়ালার কাছে।।
_ শুভ জন্মদিন প্রিয়  _

কবিতা
আজকের শুভ দিন টা
তোমার জীবনে বারবার আসুক..!
তোমার এই জীবনটা
আনন্দে ভরে উঠুক।।
আজকের দিনটা
স্মৃতি করে রাখবো ..!
সারাটা জীবন
তোমার পাশেই
এভাবেই থাকবো।।
_  হ্যাপি বার্থডে প্রিয় _

প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস।

কবিতা
রাগ করোনা লক্ষী সোনা
আমি আছি একটু দূরে_!

তাই বলে কি বিশেষ দিন টা
যাব আমি ভুলে_?
হাজারও ব্যস্ততার মাঝে
তুমি আমার প্রশান্তি_!
তাইতো জেগে বসে আছি
রাত বারোটা অব্দি_!
_ শুভ জন্মদিন প্রিয় _

কবিতা
আমি চাইনা টাকা
চাইনা পয়সা
চাইনা রাজার ধন..!
আমি তো শুধু চাই
তোমার ওই সুন্দর মন।
দিনের বেলা রোদ উঠেছে
সূর্য ঠাকুর দিচ্ছে আলো
আমি শুধু চাই আগামী দিনটা
তোমার কাটুক ভালো।
_ হ্যাপি বার্থডে প্রিয় _

প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

তোমার এই বিশেষ দিনে
দোয়া করি তোমার জীবন
আনন্দে ভরে উঠুক
সুখে থেকো সারা জীবন।
_  হ্যাপি বার্থডে প্রিয় _

আজ তোমার জন্মদিন
জীবন হোক আরো রঙিন..!
সুখ যেন না হয় বিলীন
দুঃখ যেন না আসে কোন দিন ..!
_ তোমায় জানাই শুভ জন্মদিন _

দিনের বেলা রোদ উঠেছে
সূর্য ঠাকুর দিচ্ছে আলো..!
আমি শুধু চাই আগামী দিনটা
তোমার কাটুক ভালো।।
_ হ্যাপি বার্থডে প্রিয় _

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top