আসসালামুয়ালাইকুম, আমাদের আজকের এই আর্টিকেলে আপনারা জানতে চলেছেন ফি আমানিল্লাহ এর অর্থ কি। কখন ফি আমানিল্লাহ বলতে হয়, এর জবাবে কি বলতে হয় সকল কিছু নিয়ে আজকের এই আর্টিকেলটি আমরা তুলে ধরছি। আজকের এই আর্টিকেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন দেখে নেয়া যাক।
ফি আমানিল্লাহ অর্থ কি
আপনি যদি ফি আমানিল্লাহ এর অর্থ সম্পর্কে অবগত না থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলে আপনি ফি আমানিল্লাহ এর অর্থ সম্পর্কে পেয়ে যাবেন। ফি আমানিল্লাহ এর অর্থ এবং পারিভাষিক অর্থ আমরা নিচের সুন্দরভাবে তুলে ধরছি। তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
ফি আমানিল্লাহ অর্থ
ফি আমানিল্লাহ এর অর্থ _ আল্লাহর নিরাপত্তা দিন, বা আল্লাহর নিরাপত্তায়।
পারিভাষিক অর্থ হলো_ আল্লাহর নিরাপত্তায়। অর্থাৎ, আল্লাহ তায়ালার নিরাপত্তায় আপনাকে ছেড়ে দিলাম।
ফি আমানিল্লাহ আরবি
আমরা এ পর্যন্ত মোটামুটি ফি আমানিল্লাহ শব্দটি বাংলায় জেনে গিয়েছে। কিন্তু আরবিতে আল্লাহ তায়ালার কোরআনের আয়াত বা যেকোনো আরবি পড়ার মাঝে এক তৃপ্তি রয়েছে। যার কারণে ফি আমানিল্লাহ শব্দটি আমরা আরবিতে আপনাদের সামনে তুলে ধরছি (في أمان الله)
ফি আমানিল্লাহ কখন বলতে হয়
কেউ যদি কারো কাছে দোয়া চায় স্বাভাবিকভাবে কোন ধরনের শর্ত যুক্ত ছাড়াই তাহলে এক্ষেত্রে ফি আমানিল্লাহ বলা জায়েজ আছে। কেননা ফি আমানিল্লাহ অর্থ আল্লাহ তায়ালা আপনাকে হেফাজত করুক। এ দোয়াটি চমৎকার একটি দোয়া আপনি কারো সাথে কথা বলা শেষে ফি আমানিল্লাহ বলতে পারেন। কেননা ফি আমানিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ তায়ালার নিরাপত্তায়। যার ফলে আপনি কারো সাথে কথা বলা শেষে তার থেকে বিদায় নেওয়ার সময় একটি সালাম দেয়ার পরে ফি আমানিল্লাহ বলতে পারেন।
- কোন ভ্রমণে যাওয়ার সময় নিরাপত্তার দোয়া হিসেবে ফি আমানিল্লাহ বলা হয়।
- ভিন্ন রকম বিপদাপদে ফি আমানিল্লাহ বলা হয়।
- কোন মানুষকে বিদায় দেওয়ার সময় ফি আমানিল্লাহ বলা হয়।
- কারো অসুস্থতার ক্ষেত্রে দোয়া হিসেবে ফি আমানিল্লাহ বলা যায়।
- ঘুম থেকে উঠে ফি আমানিল্লাহ বলা হয়।
- ঘুমানো যাওয়ার সময় ফি আমানিল্লাহ বলা হয়।
ফি আমানিল্লাহ উত্তরে কি বলতে হয়
ফি আমানিল্লাহ এর অর্থ দ্বারা আল্লাহর নিরাপত্তা চাওয়া বোঝায়। আর আমরা সকলে জানি আল্লাহ তায়ালার নিকট কোন কিছু চাওয়া বলতে প্রার্থনা কে বুঝানো হয়ে থাকে। আর প্রার্থনা করার সময় কোন ধরনের জবাব দিতে হয় না। আপনি খুশি হয়ে আল্লাহ তাআলার প্রশংসায় আলহামদুলিল্লাহ বলতে পারেন।
ফি আমানিল্লাহ বলা কি বেদআত ?
না, ফি আমানিল্লাহ বলা বেদআত নয়। তবে এখানে সুন্নত রয়েছে সুন্নত অনুসরণ করা হচ্ছে উত্তম কাজ। এর সঙ্গে একটি বড় দোয়া আছে যেটি সহ বলা সুন্নত। কিন্তু দেখা যায় আমাদের অনেকেই এ দোয়া জানে না যার কারণে শুধু ফি আমানিল্লাহ বলেন। এটির সাধারণত বলা জায়েজ এতে কোন সমস্যা নেই। তবে এখানে আরো বড় দোয়া আছে সেটি আমাদের শিখে নেওয়া উচিত।