আজ আমি আপনাদের সামনে শেয়ার করব এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড। যে করতে ডায়াল করার মাধ্যমে আপনি ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। আপনি যদি একজন এয়ারটেল সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জেনে রাখা খুবই জরুরী। তাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
আসসালামু আলাইকুম আমাদের আরো একটি আর্টিকেলে আপনাকে স্বাগতম আজকের এই আর্টিকেলে আপনি জানতে চলেছেন এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড। আমাদের অনেক সময় কথা বলতে বলতে টাকা শেষ হয়ে যায় তখন টাকা ভরার প্রয়োজন হয় কিন্তু আশেপাশে কোন টাকা ভরার মত উপায় পাওয়া যায় না। ঠিক তখনই আমাদের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার খুবই প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আপনি যদি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায় না জেনে থাকেন তাহলে কোন সমস্যা নেই কারণ আজকের এই আর্টিকেলে আপনি এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায় জানতে পারবেন।
airtel emergency balance code
এয়ারটেল সিমে টাকা ধার করার জন্য কয়েকটি ধাপ বা সার্ভিস রয়েছে। এর জন্য আপনাকে কিছু ফি দিতে হবে। আপনি যত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স আনবেন সেই অনুপাতে আপনাকে সামান্য কিছু টাকা ফি দিতে হবে তা নিচে সুন্দরভাবে তুলে ধরছি।
লোনের পরিমাণ | ফি | সর্বমোট টাকা |
12 Tk | 2.67 Tk | 14.67 Tk |
15 Tk | 2.67 Tk | 17.67 Tk |
22 Tk | 2.67 Tk | 24.67 Tk |
25 Tk | 2.67 Tk | 27.67 Tk |
32 Tk | 2.67 Tk | 34.67 Tk |
50 Tk | 2.67 Tk | 52.67 Tk |
100 Tk | 2.67 Tk | 102.67 Tk |
এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স কোড
আপনি যদি এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে চান তাহলে আপনি সরাসরি আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন এবং সেখানে টাইপ করবেন *141# অথবা *8# এই কোড দুটির যেকোনো একটি কোড ডায়াল করার সাথে সাথে আপনার সিমে ইমারজেন্সি ব্যালেন্স চলে আসবে। আর এটাই হলো ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড।
airtel sim emergency balance code
এয়ারটেল সিম কোম্পানি এয়ারটেল সিমের সকল গ্রাহকদের জন্য ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার অসুবিধা করে দিয়েছে। তবে এই ইমারজেন্সি ব্যালেন্স শুধু তারাই পাবে যারা এয়ারটেল সিমের প্রিপেইড গ্রাহক রয়েছেন। আর আপনি যদি একবার ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকেন সেক্ষেত্রে পরিশোধ না করা পর্যন্ত আপনাকে পুনরায় ব্যালেন্স দেওয়া হবে না। এয়ারটেল সিমে আপনি ১২ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
airtel emergency balance code 2024
ভিন্ন ভিন্ন কোম্পানি প্রতিবছর নানা ধরনের নতুন নতুন কোড নিয়ে হাজির হয়। এতে নানা ধরনের মিনিট বা অফার নতুন ভাবে তুলে ধরা হয়। কিন্তু 2024 সালের জন্য আলাদা করে airtel সিম কোম্পানি অন্য কোন কোড বা উপায় বের করেনি। পূর্বের সেই কোড ডায়ালের মাধ্যমে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড
এয়ারটেল সিমে আপনি যদি ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনার যে কোড টি ডায়াল করতে হবে তা হলো *1# । এই কোডটি ডায়ালের মাধ্যমে আপনি আপনার ফোনে এয়ারটেল সিমে ইমারজেন্সি কত টাকা ব্যালেন্স আছে সেটা চেক করতে পারবেন।