আসসালামু আলাইকুম। আজকের এই আর্টিকেলে আপনারা পেয়ে যাবেন পর্দা নিয়ে স্ট্যাটাস। নারীদের পর্দা নিয়ে স্ট্যাটাসগুলো আজকের এই আর্টিকেলে তুলে ধরবো। পর্দা একটি সুরক্ষার উপায়, যে নারী পর্দা করল সে নিজেকে সুরক্ষায় রাখল। পর্দার ভেতরে নারী ঝিনুকের ভেতর সুরক্ষিত মুক্তোর মত।
** তুমি সেই নারী.! যে পর্দা অবলম্বন করলে তুমি জান্নাতি হুরদের থেকেও সুন্দর হবে।
তো আর দেরি না করে চলুন দেখে নেয়া যাক নারীদের পর্দা নিয়ে স্ট্যাটাস গুলো_
পর্দা নিয়ে স্ট্যাটাস
১. যে নারী নিজের মূল্য বুঝে, সে নারী পুরুষের সামনে যাওয়ার আগে পর্দা খোঁজে।
২. তুমি পর্দা করো বোন ফেরেশতাও তোমাকে সম্মান করবে।
৩. বোরখা..! যে পড়ে তার গরম লাগে না কিন্তু আশেপাশের কিছু মানুষদের গরম লাগে।
৪. পর্দা আমার অঙ্গীকার। আল্লাহ তাআলার দেয়া অধিকার।
৫. মুসলিম নারীর কাছে হিজাব হচ্ছে একটি ক্ষমতা।
৬. নারীদের পর্দা একটি ধর্মীয় ব্যাপার, পর্দা করার প্রত্যেকটা নারীর জন্য ফরজ।
৭. পর্দা তো সেই মেয়েই করে যে নিজের মূল্য বুঝতে পারে এবং নিজের মূল্য বোঝে।
৮. পর্দা এমন একটি ফরজ এবাদত যেটা কখনো আপনি কাজা আদায় করতে পারবেন না তাই, আপনি সর্বদাই পর্দা করুন।
৯. একসময় হিজাবের উদ্দেশ্য ছিল নারীর সৌন্দর্য আড়াল করা কিন্তু, এখন এটাই নারীর সৌন্দর্য প্রকাশের বড় ফাঁদ।
১০. দামি জিনিস কখনো খোলা রাখতে হয় না। বোনেরা তোমরা অবশ্যই মূল্যবান তোমরা সর্বদাই পর্দায় থাকার চেষ্টা করো।
নারীর পর্দা নিয়ে উক্তি
১১. পর্দাশীল মেয়ে জান্নাতে মা ফাতেমার সাথী।
১২. পর্দা নারী অহংকার
১৩. পর্দা নারীর ভূষণ, পর্দায় নারীর অহংকার।
১৪. পর্দাশীল নারী পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী।
১৫. তুমি সেই নারী.! পর্দা অবলম্বন করলে তুমি জান্নাতি হুরদের থেকেও সুন্দর হবে।
১৬. সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালবাসা আমানত রাখে তার স্বামীর জন্য
১৭. যেসব মেয়েরা পর্দা করে চলে সেইসব মেয়েদের শুধু মানুষ নয় ফেরেশতারাও সম্মান করে।
১৮. পর্দা একটি সুরক্ষার উপায়, যে নারী পর্দা করল সে নিজেকে সুরক্ষা রাখল।
১৯. পর্দা করলে যদি আরো সুন্দর লাগে তাহলে সেটা পর্দা নয়। পর্দার উদ্দেশ্য থাকতে হবে যাতে করে বোঝা না যায় পর্দার ভেতরে ১৬ বছরের কিশোর কি ৬০ বছরের বয়স্ক আছে।
২০. সারাদিন গলায় ঝুলে থাকা ওড়নাটি আযানের সময় মাথার উপরে দেওয়ার মাঝে কোন সফলতা নেই বোন..! পর্দা কখনো আযানের জন্য হয় না পর্দা হয় নয় নিজের জন্য।
পর্দা নিয়ে ইসলামিক উক্তি
২১. তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। তারা যেন তাদের সাজ-সজ্জা প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে।
_ আল- কুরআন
২২. নারীর বেশ ধারী পুরুষের উপর অভিশাপ এবং পুরুষের বেশ ধারীণী নারীর উপর আল্লাহর অভিশাপ।
_ হযরত মুহম্মদ (স)
২৩. হে পুরুষগণ! তোমরা নারীদের হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাইবে। এ বিধান তোমাদের এবং তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র।
_ আল- কুরআন
২৪. পর্দা নারীর সৌন্দর্য কে ঢেকে রাখে না, বরঞ্চ পর্দা পরপুরুষের হাত থেকে তার সৌন্দর্য কে রক্ষা করে।
_ সংগৃহীত
২৫. তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। তারা যেন তাদের সাজ-সজ্জা প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ গ্রহণ না করে।
_ আল- কুরআন
২৬. যে নারী স্বগৃহ, স্বামীগৃহ, মায়ের বাড়ি ছাড়া অন্য কোনো স্থানে পর্দা রাখে না সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয়।
_ হযরত মুহম্মদ (স)
২৭. যে নারী পর্দা করে না.. এক রাস্তায় কুকুর মরলে যেরকম দুর্গন্ধ ছড়ায় তার চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বেপর্দা নারীর থেকে ছড়ায় ।
_ সংগৃহীত