If you need Banglalink SIM emergency balance then today’s post is only for you. Today’s post contains Banglalink SIM emergency balance code. And you will get any code to dial to get emergency balance in Banglalink SIM.
banglalink emergency balance code
বাংলালিংক সিম বাংলাদেশের অন্যতম টেলি যোগাযোগ সেবা প্রদান করে থাকে। আপনার বাংলালিংক সিমে থাকা ব্যালেন্স যদি কখনো শেষ হয়ে যায় কোন চিন্তার কারণ নেই কেননা, বাংলালিংক সিম কোম্পানি আপনাকে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সুবিধা করে দিয়েছে।
বাংলালিংক সিম ব্যবহারকারীর ব্যালেন্স শেষ হয়ে গেলেও যোগাযোগ অব্যাহত রাখতে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। বাংলালিংক সিমে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স পেতে *৮৭৪# এই কোডটি ডায়াল করতে হবে। এই কোডটি ডায়ালের মাধ্যমে আপনি ১০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ব্যালেন্স নিতে পারবেন।
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড
বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার জন্য যেই উপায়টি রয়েছে তা নিচে সুন্দরভাবে তুলে ধরছি। বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স আনার জন্য আপনার যা করতে হবে ।*৮৭৪# এই কোডটি আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে এরপর আপনার ফোনে ১০ থেকে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স যোগ করে দেওয়া হবে।
banglalink emergency balance 20 taka code
বাংলালিংক সিম কোম্পানি বাংলালিংক গ্রাহকদের জন্য ইমারজেন্সি ব্যালেন্স দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। এতে করে আপনি ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। কিন্তু আপনি যদি ইমারজেন্সি ব্যালেন্স ২০ টাকা নিতে চান তাহলে আপনার *৮৭৪# ২০# এই করতে ডায়াল করতে হবে। *৮৭৪# ২০# এই কোডটি ডায়ালের মাধ্যমে আপনি বাংলালিংক সিমে ২০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
banglalink sim emergency balance code
প্রত্যেক জিনিসেরই কিছু না কিছু সুনির্দিষ্ট নিয়ম থাকে বা কিছুর আওতাভুক্ত থাকে। বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যেগুলো বাংলালিংক সিম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। চলুন এক নজরে দেখে নেই
- সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকের জন্য সার্ভিসটি প্রযোজ্য হবে।
- ফোনে টাকা ব্যালেন্স ১০ টাকার কম হলে ইমারজেন্সি সার্ভিস প্রযোজ্যন হবে।
- যত টাকা ইমারজেন্সি ব্যালেন্স আনবেন পরবর্তী রিচার্জ এর সময় সেই টাকা কেটে নেওয়া হবে।
- আপনি দিনে একবার ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
- সিম নতুন ক্রয় এর ক্ষেত্রে সার্ভিসটি ৩০ দিন পর থেকে নেয়া যাবে।
banglalink emergency balance check code
এ পর্যন্ত আমরা বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড জানলাম, ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নিতে হয় সে সম্পর্কেও জেনে গেল। বাংলালিংক সিমে টাকা ফুরিয়ে গেলে তাৎক্ষণিক কিভাবে ব্যালেন্স আনতে হয় সেই সম্পর্কেও জানলাম কিন্তু, ইমার্জেন্সি ব্যালেন্স কত টাকা আছে সেটা চেক করার কোডটি জানা হলো না। চিন্তার কোন কারণ নেই আপনাদের জন্য আমরা নিজে সুন্দর ভাবে তুলে ধরছি বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড টি_
বাংলালিংক সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক করার জন্য *৮৭৪*০# এই কোডটি ডায়াল করতে পারেন এছাড়াও আরও একটি কোড হল *১২১*১# এই দুটির যেকোনো একটি কোড ডায়ালের মাধ্যমে আপনি আপনার ফোনের ইমারজেন্সি ব্যালেন্স কত টাকা আছে সেটা চেক করতে পারবেন।